আমার দেশের মাটি বড়োই খাঁটি,
তোমায় ভালোলাগে,
তোমার উপর হানা এলে
আমার বুকটা কাপে।
তবুও ভয় করিনা আর ডরিনা,
যতই বাধা ভয়;
আমরা তোমায় করে নিব
বারে বারে জয়।
আমরা জানি তোমার দ্রোহি
থাবা পেতে আছে,
ভয় পেওনা তাদের জয় হবেনা
যতদিন মোদের প্রাণ আছে।
জানি হামলা এলে কেউবা জেলে
কেউবা যাবে মারা,
তবে আমরা তাদের ছাড়বোনাকো
যারা কেড়ে নিতে চায় এই সুখ শ্বাশত ধরা।