ঝোপের ঝাড়ে ঝিঝি পোকা হিজল গাছে ফুল,
বৃষ্টি বেলায় কাদামাখা রোদে উরে ধুল।

ট্রেন বানাবো আমপাতা আর মেড্ডা গোটা নিয়ে,
সে ট্রেন দিয়ে বউ আনবো পুতুল বিয়ে দিয়ে।

আজকে মোদের জোলাবাতি কে কে খেলবি আয়,
চালের সাথে তেল পেঁয়াজ আর ডিম একটা চাই।

রাঁধবো তবে দুপুর বেলায় লাকড়ি কুড়াতে হবে,
গাছে গাছে শুকনো ডালা বেঙে আনবো সবে।

ওই দেখা যায় শ্যাওড়া গাছে শালিক পাখির ছা,
ছানাগুলো ধরিশনে ভাইই কাঁদবে ওদের মা।

তোমরা সবাই যে যাই বলো পাখি আমি নিবো,
বিকেল বেলায় ফড়িং ধরে ওদের খাওয়াবো।