কবিতা: আমি বীর চাই
মহিউদ্দিন আহমদ মহিন
চাক্ষুষ অবিচার,
অনিবার্য এ যন্ত্রনা,
এ মম জীবন্মৃত রুপ,
আমি আজ রোরুদ্যমান,
অনুক্ত বাক্য বলি চিৎকার হেকিয়া...
হে বীরপ্রসূ বাঙালি মাতা,
জন্ম দাও কিছু বীর,
আমি কিছু ভুতপুর্ব বীর চাই,
আমি অনন্যোপায়,
আমি পুনরায় যুদ্ধ চাই...
হোক তা অস্র কিবা অদৃষ্টপূর্ব,
হোক অকথ্য ভাষায়,
যদিও'তা দুর্লভ,
তবে আজ আপাদমস্তক আমার চেতনা,
আমি আর চাইনা রক্তাক্ত দেহ,
আমায় ডাকে দুর্জয় লাভের লিপ্সা,
আমি করবো জয়, আমায় শুধু কয়টি বীর দাও
আমি বীর চাই, আমি বীর চাই।
________সমাপ্ত ________