কত মানুষ চারদিকে, হাসি খুশি রং সুখে,
হৈ চৈ কত শত মেতেছে উল্লাসে;
আমার এই মন ভাসে, স্মৃতির ওই ক্যানভাসে,
এত খুশির ভিড়েও আজ আমার একা লাগে,
একা লাগে, আমার খুব একা লাগে।

চায় যে আমারো মন, থাকি খুশি কিছুক্ষণ,
হাসি খুশি আল্লাদে, থাকি আমি সুখ স্বাদে,
মনও শোনেনা হায় মনেরি কথা,
আনমনে ভেবে যায় অতীত কথা,
তাই হাসি খুশি চাওয়া শেষে, এই আমার একাই লাগে,
একা লাগে, আমার খুব একা লাগে।

মনেরে সুধাই কথা, যাবে কি বল এ ব্যথা?
মন সুধালো আমায়, কি বলো হায় হায়,
তুমি ভাবছো তাকে,  কি আমি করি?
যা কিছু মেনে নিয়ে, ভাবনা কেও শেষ করে,
তবু যেন আমার হায় একাই লাগে,
একা লাগে, আমার খুব একা লাগে।

——————সমাপ্ত——————