মনের আকাশে মেঘের সম্মিলন
আমার সমর্পিত নিষ্পলক চোখে
বৃষ্টি দেবার অধিকার
শুধুই তোমার।
দু'টি প্রাণের অলিখিত চুক্তি একে অন্যের
সুখদুঃখ ভাগাভাগি স্বপ্ন কিংবা বাস্তবতার
বারবার বহুবার কথা দিয়ে না রাখার অধিকার
শুধুই তোমার।।
একই বৃত্তে অভিন্ন মনের সীমান্ত
আটকে রেখে প্রশান্তি মিলেছে কবে কার?
বার বার বিশ্বাস ভেঙে
অবিশ্বাসের বারুদ জ্বেলে
হৃদয় পোড়ানোর অধিকার,
শুধুই তোমার।।