এখন তারাগুলো আকাশে জ্বলে
মেঘের আড়ালে, নীদহীন চোখ
উহ! তারে কেন খোঁজে অপলক!
সে এখন পরিপুষ্ট অন্য কোনলোক।
তার চোখে নতুন স্বপ্ন অন্ধকারে
বারেবারে জাগে আবার ঘুমায়,
আমার কবিতা নিয়ম মানেনা
অনিয়মের পথে হাটে দৃঢ় উপমায়।
সে এখন সৈকত চেনে, ঢেউয়ে দোলে
তার চঞ্চল দেহে ধনুকের মত বাক
জিব্বার ডগায় নাচায় পাহারের চুড়া
তার বেহায়া উদাম নৃত্যে লাজুক চাঁদ,
আজ না হয় অপ্রকাশিত থাক।
আকাশ মেঘময়৷ থমকে গেছে সময়!
ছন্দের খোঁজ! সেতো সময় অপচয়।
কবিতার মৃত্যুর শোক ঠিক বয়ে চলে
চোখ, মুখ আর বুকের অন্তরালে
এমনইতো হয়, প্রয়োজন ফুরায়
লেখা পুরানো কাগজের স্থান ডাস্টবিন
তাই নক্ষত্র মলিন,
আমার বানুর বদলে গেছে দিন।