দূরে থাকাই শুদ্ধতার আভাস
সুখের পরশে জড়ালে
দুঃখের সাগরে ডুবতে হবে
ভাব জগতে হারালে।
হৃদপিণ্ডে জেগে ওঠা ক্ষত
শুকাবে না আর হয়তো
সেখানে নিরন্তর রক্তস্রোত
কারো অশ্রু ঘাত নয়তো।
জীবন নদীর প্রতি বাঁকে
অদৃশ্য এক ধাঁধায় বাঁধা
রন্ধ্রে রন্ধ্রে যে বিষ ঢুকেছে
মিথ্যে কালো সত্য সাদা।