আমি শীতের সকাল
গাঢ় কুয়াশা তুমি
আমি সবুজ দূর্বাঘাস
শিশিরের কণা তুমি!!
আমি খোলা বাতায়ন
তুমি উদিত অংশুমালী
আমি গোধূলির আকাশ
তুমি সন্ধ্যার দীপাবলি।
আমি ক্ষনিকে ঝরাফুল
তুমি আকাশের ধ্রুবতারা
আমি ক্লান্ত রাতের ঘুম
তুমি চোখের স্বপ্নধারা।
-মহিউদ্দিন হেলাল
২ মাঘ ১৪২৩
বরগুনা।