মনের আকাশ যদি মেঘে ঢেকে যায়
চলার পথেও যদি কাঁটা বিঁধে পায়
সরাও সে মেঘ ওগো স্বীয় মহিমায়
কাঁটাগুলো তুলে নিও পরম মমতায়!

নিরাকারে তুমি হও পথের কাণ্ডারি
তুমিই আঁধারে মোর আলোর দিশারী
ছেড়না কখনো প্রভু একেলা আমায়
ভুলিনা তোমাকে যেন হেলায় হেলায়!

কোথায় ছিলেম আমি কোথায় এসেছি
পৃথিবীর মোহমায়ায় কোথায় চলেছি।
জানিনা বুঝিনা কিছু জীবনের খেলা
পাপের গহিনে ডুবে চলেছি একেলা
ক্ষমার দরজাগুলো খোলো দয়াময়
বেলা বয়ে যায় প্রভু বেলা বয়ে যায়।।

১৬ মার্চ ২০১৬
বরগুনা।