পানির দামে নয়তো শুধু, নয় শুধুই দেহের ঘামে
আমার এদেশ কিনেছি ভাই তিরিশ লক্ষ প্রাণের দামে।।
অকুতোভয় দামাল ছেলে দেহের তাজা রক্ত ঢেলে
যে মানচিত্র এঁকেছিল সে আমাদের বাংলাদেশ !
না না পাইনি এদেশ বিনা শ্রমে, ঠিকানাহীন চিঠির খামে!
আমার এদেশ কিনেছি ভাই তিরিশ লক্ষ প্রাণের দামে।।
পাষণ্ড সেই পাক সেনার দোসর ঘৃণ্য রাজাকার
যারা ইসলামের দোহাই দিয়ে নারীর ইজ্জৎ লোটে
না না ঐ ভণ্ডদের নাই ক্ষমা তারা আসুক না যেই নামে।
আমার এদেশ কিনেছি ভাই তিরিশ লক্ষ প্রাণের দামে।।