আদর দিয়ে ডাকি তোমায় হাসনাহেনা বলে
মিষ্টি মিষ্টি কথা বলি আদর করার ছলে
কতখানি মায়া দিয়ে চোখের পানে চাই
ঠোঁটের কোণে হাসির ছলে তোমারই গান গাই !!
ওগো বিদেশিনী আমার স্বপ্ন ভেঙ্গো নাকো
চাঁদনী রাতে খোলাবুকে মুখ লুকিয়ে থেকো
তোমার নিঃশ্বাসের উষ্ণতায় জাগুক শিহরণ
হবো ক্ষণিকের হংসমিথুন যুগল বিবসন!
হাসনাহেনার গন্ধে মাতাল নিশীথের অলি
বিভোর হয়ে খুঁজে ফেরে পথহারানো গলি
যদি পথের দিশা নাইবা মেলে কিবা আসে যায়
একটু ভুলে চলেই গেলাম অন্য মোহনায়!