যখন তোমাকে এতো কথা বলেও
কিছুই বলতে পারি না
বোঝাতে পারিনা আমার অভ্যন্তরে-
কোথায় ব্যথা , কোথায় অসুখ !!
আমার যে কষ্টগুলো তোমার অনুভবের আড়ালে থাকে
তাকে আর বুকে ধারণ করে লাভ কি?
এক দীর্ঘশ্বাসে ছেড়ে দিলাম আকাশের পথে
বলেছি কঠিন করে-
যা! একেবারে চলে যা !! আর আসবি না।
এমুখো হবিনে কোন কালে !
যে আগুনে বুক জ্বলে যায়
অথচ হৃদপিণ্ডে অবস্থান করেও
তুমি টের পাওনা আগুনের তীব্রতা!
সে আগুনকে বুকে ধরে রাখব কেন!!
আজ তা নিভিয়ে ফেলেছি মালয়সাগরের শান্তজলে!!
আমার আঁখিতে তোমার আবাস
কিন্তু নিরব অশ্রুধারা তোমায় সিক্ত করে না !
নাহ! আর নয় !!!
এখনই বাষ্পীয় করে বাতাসে ভাসিয়ে দিলাম!
সব চলে যাক আমায় ছেড়ে, এপথ ভুলে যাক একেবারে!
কুয়ালালামপুর
মালায়শিয়া।
১১/১০/২০১৫