কোথায় যাবে
কই পালাবে
কোন সাগরে ডুব দেবে ?
কোন দরিয়া
যায় বহিয়া
আমার চেয়ে দোল দেবে ?
কোন আকাশে
মেঘের দেশে
সুখ পাখীটা যায় উড়ে ?
কোন সুদূরে
কার আদরে
মায়ার টানে প্রাণ পোড়ে !!
কোন মেঝেতে
আসন পেতে
মাটির মৃদু ছোঁয়া পাও
কে আর আছে
তোমার পাশে
পরশে তাঁর প্রাণ জুড়াও !
আমার মত
দুঃখের ক্ষত
আড়াল করে কেউ হাসে
কলঙ্ক যা
পান করে তা
প্রেম জোয়ারে কেউ ভাসে !!