কিছুটা নারী সে বাকিটা রহস্য
ক্ষণে দৃশ্যমান ক্ষণেই অদৃশ্য
মায়াবিনী ছলে সে কখনো প্রেমিকা
স্বার্থ ছলনায় সে আবার গনিকা !
দূর থেকে ইশারায় দিয়ে যায় চুম
সুপ্ত যৌবনের ভেঙ্গে যায় ঘুম!
স্খলিত জীবনের কামনা ভারে
তৃষাতুর প্রাণ তারে চায় বারেবারে!
কামনার সুনামিতে অশান্ত যৌবন
বিন্দু বিন্দু ঘামে চকিত মউবন
লাভার স্রোতধারা বহে সন্ধিমূলে
বেসুরা সংগীতে দোলে খোলা চুলে!
কল্পিত রমনে রোজ আসে বাসরে
আজ তার স্মৃতিসুধা কবিতার আসরে!
(অবশেষে প্রকাশিত হল ৩০০ তম কবিতা)