কালমেঘে ঢেকে গেছে সুনীল আকাশ
পাহাড়ের বুকজুড়ে কঠিন শিলাগুলোর অগ্নিরূপ
ফুলের পাপড়িও বর্ণহীন ফ্যাঁকাসে-
মধুকরও আজ আর গুনগুন গায় না ।
হৃদয়ের গভীরে নিদারুণ শূন্যতা
অতৃপ্ত প্রাণ তৃষ্ণায় হাহাকার
কবিতার ভাব সাগরে উত্তাল ঢেউ
উদাসী চোখ ওই সুদূর তেপান্তরে !
প্রতিটি নিঃশ্বাস কষ্টের তরঙ্গ যেন
বিদ্রোহী কথামালায় বুকজুড়ে তোলপাড়
ছন্দেরা পর্বে পর্বে ডেকেছে অবরোধ
কারণ- আজ পাষাণীর মন ভাল নেই !!