ইদানিং তোমার বদলে যাওয়াটা বেশ চোখে পরে
বদলে যাওয়া পৃথিবীর সাথে পাল্লা দিয়ে
তুমিও অনেক খানি বদলে গেছো।
অদ্ভুত পরিবর্তনশীল সময়ের স্রোতে তুমিও এত জলদি ভেসে যাবে ভাবিনি।
তোমার চোখেও আমি ঝাপসা হয়ে গেছি ভাবতেই
বুকের বাম পাশটা চিনচিন করে ওঠে।
কি আশ্চয্য!!
তোমার কাছে আমার প্রত্যাশাই বা ছিল কতখানি?
আজ না হয় থাক সেই কথা !
হয়তো আমার এত ক্ষমতা নেই
যে আকাশের পথ বদল করে দিতে পারি!
একটা গভীর রসের ছবিন্দে সুগভীর ভাবনায় ডুব দেবার সামর্থও আমার নেই।
গদ্য অথবা পদ্যে তোমায় নিয়ে কিছু লিখে দৃষ্টি কেড়ে নেবার-
ভাষার অতখানি পান্ডিত্ব আমি ধারন করি না।
কিন্তু
খ্যাতির শীর্ষে ওঠার যে সিঁড়িটা বেয়ে তুমি তরতর করে উপরে উঠে যাচ্ছ
সেই সিঁড়িটা ধরে আমি ঠাঁয় দাঁড়িয়ে থাকতে পারি।
জানি এত উঁচু থেকে কেউ আর স্বেচ্ছায় নিচে নেমে আসে না, তবুও
যদি হঠাত্ পা পিছলে যায়!
অথবা কোন দানবীয় ঝড় ওই সিঁড়িটাকে নড়বড়ে করে দেয়!
কিংবা ওই মায়াবী জগতের অবাঞ্ছিত কেউ
বিষের বাণে যদি তোমার কোমল হৃদয়টা ক্ষত করে দেয়
তখন দুবাহু বাড়িয়ে কে তোমাকে আগলে ধরবে?
কে রুখে দেবে সেই অপশক্তির ছোবল !
তাই আমি দাঁড়িয়ে আছি,
থাকব অনাগত কাল!!
২১/১/২০১৫. কুয়ালামপুর, মালায়শিয়া