রুখে দাঁড়াও
হে প্রিয়তমা! উঠে দাঁড়াও -
পূর্ণ র্শক্তিতে কোমর সোজা করে ওঠো
রুখে দাও ওই মানুষরূপী অমানুষ,
ওরা পুরুষের ছদ্ধবেশে স্বঘোষিত খেকশিয়াল
ওরা ভীরু, ওরা দুর্বল!
বর্বর হায়েনা ওরা
মানুষের অধম ওরা বেজম্মা কাপুরুষ!
ওদের ভয়ে তুমি কুন্ঠিত হতে পার না!
তোমার স্বল্প বসনাকে ওরা টিপ্পনী মারে
খামচি দিতে হাত ফিসফিস করে
তুমি হেজাবে আবৃত হলে বলে ঝিনুকের মাঝে মুক্তা!
খোলস ছাড়াতে অন্ধাকার খোঁজে!
এই সব বিকৃত মস্তকের পশুদের ভয়ে তুমি আড়াল হবে!
না না না!
এগিয়ে চল,
দেয়ালে দেয়ালে পোস্টার সেটে দাও
চিকা মেরে, চিত্কার করে
জানিয়ে দাও ওদের বংশ পরিচয়!
যাতে প্রজন্ম থেকে প্রজন্ম ঘৃণা করতে পারে।
জেগে ওঠে পথে নামো, শান্তিপ্রিয়া!
এখনই সময় ঘুরে দাঁড়াবার........!!
(১লা বৈশাখের অনাকাংখিত ঘটনার প্রতিবাদে লেখা !)