আজ ঈদের খুশীর দিনে দিলাম অভিশাপ  
হে বিধাতা, ওই খুনিদের করিও না মাপ ।  
ওরা মানুষ নয়, মানুষরূপী পাষণ্ড-বর্বর
অবোধ শিশুর প্রাণটি নিতে কাঁপেনি অন্তর!  
কত তৃষ্ণায় কাঁদছে রাজন হয়নি করুণা  
পানি দেয়নি দিল কঠোর মৃত্যু যন্ত্রণা !
এই শিশুটির খুনি যদি মাপই পেয়ে যায়
পাষণ্ডতা বেড়েই যাবে তোমার বসুধায় !