ফুলে শুধু গন্ধ নয় কন্টকও সত্য
পর্যায়ে আলো আঁধার খেলা করে নিত্য!
সম্মান আর নিন্দাও পাশাপাশি রয়
জীবনের মানেই তো জয় পরাজয়!
বন্ধুত্বের বিশ্বাসেও আছে প্রবঞ্চনা
প্রেমের আনন্দ যত অধিক বেদনা!
আধেক প্রিয়ার রূপ বাকিটা আল্পনা
নারী অঙ্গে প্রেম যত ততোই ছলনা!


২২/৫/২০১৫
কুয়ালালামপুর, মালায়শিয়া