মরিচের চেয়েও সুমিস্ট তুমি
নিমের মত মধুময়
সাপের বুকে যত মায়া আছে
তুমি আরও ঢের মায়াময়!

শ্মশানের চেয়ে অধিক শীতল
সুনামীর চেয়েও শান্ত
তোমার দর্শনে পথহারা পথিক
আরও বেশী উদ্ভ্রান্ত!

কুয়ালালামপুর, মালায়শিয়া
৭/৬/২০১৫