বসন্ত চলে যায় বন্ধু তুমি আইলা না
বৈশাখে ওগো তুমি আইও
বৈশাখী ঝড়ের সাথে দুলবো মাঝ রাতে
অধরেতে মধুর চুমা খাইও!!
এ ভরা যৌবনে ভোমরা মৌ-বনে
যদি না আসে বৃথা হায়
স্রোতস্বিনীর দু'কুলে দোলে তুফান দোলে
পরাণ মাঝি সময় বয়ে যায়
উতলা বাতাসে পাল খুলে জোরে বৈঠা বাইও!!
বন্ধুতুমি পরবাসী, আমি দিবানিশি
তোমার পথ পানে চেয়ে রই
বিরহী মন আমার জ্বলে পুড়ে হাহাকার
পিপাশা মিটাই বল কই?
এবার এসে পরশ দিয়ে ও আগুন নিভাইও!!
অধরেতে মধুর চুমা খাইও!!
মহিউদ্দিন হেলাল
১০/৪/২০১৫
কুয়ালালামপুর