কুচক্রের কুচর্যায়
কিশোরী কুন্ঠিত
কুচকুচে কয়লাও
কালেভাদ্রে কীর্তিত!
ক্রীতদাসের কোপানলে
কর্তাবাবু কম্পিত
কৃতঘ্নের কুবচনে
কোমলমতি ক্রন্দিত!
কুলীনের কৃতার্থে
কুহেলিকা কুহরিত
কামিনীর কামনায়
কুমুদিনী কুসমিত
কোকিলার কুহুতান
কাক করে কা কা
কোন্দলে কর্মনাশী
কাকি আর কাকা!
কামারে কি কষ্টেসৃষ্টি
করে কভু কাঁকণ?
কসরতি কল্যাণীর
কালো কেশে কামান!!!

১১/ ৩ / ২০১৫
কুয়ালালামপুর