রক্তের মিছিলে আজ বিষাদে হুংকার
দৃঢ় ঐক্য লোহিত ও শ্বেত কনিকার
ক্ষত হৃদয়ে নিংড়ানো কস্টের নির্যাস
বুকের পিঞ্জর ভেঙ্গে মুক্তির প্রয়াস!
বিদায়ের পূর্বাভাসে স্মৃতিরা চঞ্চল
বন্ধুর কল্যানে আঁখি জলে টলমল
বিরহী সিঁধূরে সৌর অস্তাচলে যায়
গোধূলীর নীলিমারা কাঁদে বেদনায়!
বুঝিনি সে মায়াবিনী শুষে খেয়ে প্রাণ
খান খান করে গেল সাজানো বাগান
বন্ধুর বেদনায় সে হা হা করে হাসে
অহমে ও দ্বিচারিণী মহাশূন্যে ভাসে!
জ্যান্তলাশ ভেবে মোরে যে করে উল্লাস
জানে সে কি হিমাদ্রি কে? কে বা দূর্বাঘাস!!