অন্ধকারে আলো দিয়ে গোপনে লুকাও
আধ আলো ছায়া হয়ে ফিরে ফিরে চাও
কেন গোপনে লুকাও!!
ঘুম ঘোরে মাঝ রাতে ডাকো ইশারাতে
ঘুম ভেংগে দেখি নাই, তাই অশ্রু আঁখিপাতে
রোজ রাতে পাষাণী প্রিয়ে কেন গো কাঁদাও
কেন গোপনে লুকাও!!
অন্তরে যার ছবি আকা রক্তকণা দিয়া
জানবেনা বুঝবেনা ও হে শান্তিপ্রিয়া
এ বুকের হাহাকার শুনতে কি পাও
কেন গোপনে লুকাও!!