আকাশের বুক থেকে আলোর উদয়
পৃথিবীতে প্রাণে প্রাণে হয় সঞ্চারিত
ফসলে ফল ও ফুলে জল-মৃত্রিকায়
শক্তি ও প্রবলতায় রয় পুঞ্জিবিত।
রাতের আঁধারে চাঁদ যে জ্যোতিতে জ্বলে
বহুদূরে নক্ষত্রও জ্বলে সে জ্যোতিতে
সুকঠিন সৌর তেজ যার উৎস মূলে
নিজে পুড়ে আলো দেয় বিশ্ব ধরণীতে।
যারা শুধু দিয়ে যায় আপনাকে ক্ষয়ে
ওরা চায় ফিরে পেতে দান প্রতিদান
অনাদর অবহেলা মুখ বুজে সয়ে
নিজে জ্বলে আলোকিত করে শত প্রাণ।
যৌবনে পাপড়ি জুড়ে ভোমরার হুল
নিভৃতে শুকায় সেই চেনা বন ফুল!