ফুটেছে কদম ফুল বনে ও বাদাড়ে
গুরগুর করে মেঘ সন্ধ্যার আঁধারে
মাতাল হাওয়া আর রিমিঝিমি বৃষ্টি
বুকের গভীরে হয় কবিতার সৃষ্টি।
জলে ভেজা পাখিগুলো খুঁজে ফেরে ঘর
বিদ্যুতের ঝলকেও কাঁপে থরেথর
মিটিমিটি করে জ্বলে প্রদীপের শিখা
দূরে বসে মৃদু হাসে এক অনামিকা।
প্রকৃতি ও জীবনের অদ্ভুত ভঙ্গিতে
শিহরিত মন প্রাণ রবীন্দ্র সঙ্গীতে,
এমন মধুর এক স্বপ্নিল সন্ধ্যায়
আধুনিক জীবনের গতি থেমে যায়।
বরষা রানীর আজ শুভ আগমন
নত শিরে তার তরে প্রীতিসম্ভাষণ।
(বরষার আয়োজনে)