পরন্ত বিকেল দুরন্ত বালিকা
দিগন্তে ছুটে যেন ফুটন্ত মালিকা
অশান্ত লহরী প্রশান্ত সাগরে
ভাসন্ত বাহনে ঘুমন্ত নাগরে
উড়ন্ত নীরদে অনন্ত নীলিমায়
চলন্ত পবনে বসন্ত এঁকে যায়।
দিনান্ত প্রতীক্ষা সীমান্ত সংবার
ঝুলান্ত বাসনা চূড়ান্ত নাহি আর
ভ্রান্তিতে বালিকা প্রচণ্ড কুণ্ঠিত
শ্রান্ত নিশীথে তার স্বস্তিও লুণ্ঠিত !!