যে আঘাত আমায় টলাতে পারে না
বারবার কেন সে আঘাত দাও
এতো বিষ ঢালো তুব কাঁদাতে পার না
কেনই বা আবার কাঁদাতে চাও??
যদি আঘাত গুলো আগুন বেশে
ফিরে যায় কভু তোমার দ্বারে,
পারবে কি তুমি রুখে দিতে তা
বল, কোথায় লুকাবে আপনারে?
আমি তো এখন অনুভূতিহীন
জল রুপী এক যাযাবর প্রাণ
দুঃখ বেদনা আর উচ্ছ্বাস বিহীন
যত পারো দাও বিষে ভরা বাণ!
এ বুকের গভীরে অগ্নি লুকাই
চোখে মুখে তবু মায়াময় রূপ
অনেক যতনে হৃদয় জ্বালাই
লোকে জানে হেথা পুড়ছে ধূপ !
পারবে কি তুমি পোড়াতে আমায়?
যখন নিজেই এক আগ্নেয়গিরি
অযথাই তুমি ডুবে মর হেথায়
কাঁধে তুলে নাও ঘৃণার সিঁড়ি !