তোমাকে পাবার আশে কত পথে চলে
মরু গিরি নদী খাল অগ্নি কিংবা জলে    
তোমার আশেক সেজে কাবায় বুক রেখে
কি বিলাপ করে আহা জল ভরা চোখে
মসজিদে মাথা ঠুকে তব নাম জপে
তোমার চরনে দেয় আপনাকে সঁপে
ছুটে যায় মদিনায় যদি মেলে দিশা
তবু হায় চার দিক ঘোর অমানিশা

কোরানের পাতা জুড়ে তোমার সন্ধানে
রাত দিন অকর্মণ্য পরে থাকে ধ্যানে
মাহফিল মিলাদের বয়ানেও তুমি
পীরের  পাদদেশও ভক্তি ভরে চুমি
তোমাকে পাবার জন্য এই উম্মাদনা
চিল্লায়, মাজারে চলে  কত আরাধনা।
কদর আর বরাতে কাঁদে জেগে রাত
নাজাতের আশা করে চলে মোনাজাত

কোথায় রয়েছ তুমি  ঊর্ধ্বে নাকি অধে  
পায় না  উত্তর এই অধম অবোধে
আমি সদা দেখি তুমি আমাতে বিরাজ
যখন তখন হয় মোদের মেরাজ !!!