দুঃখ বলে ডেকে ডেকে সুখ তুমি কই
এই দেখনা তোমার খোঁজে পথ চেয়ে রই
মনের দুয়ার বন্দ করে আহা পণ্ডশ্রম
আলেয়াকে সুখ ভেবে হচ্ছে মতিভ্রম
সৎকে কয় মিথ্যে ডেকে শক্তি আছে কত?
বিশ্বটাই আমার পদে মাথা করে নত
মিথ্যা মানে পরাজয় সত্য হেসে কয়
ঘৃণায় তব ধৃষ্টতা পদ তলে রয়।
দিন বলে গর্ব করে রাত খুব কালো
সূর্য্যি মামা দিন ভর মেলে ধরে আলো
কালো যদি নাইবা থাকে আলোর মুল্য কি
রাত বলে সূর্যকে তাই লুকিয়ে রেখেছি।
ঊর্ধ্বে বসতি যার নিম্নে চেয়ে দেখে
মাটিতে কি হালে রয় ধুলো কাঁদা মেখে
শুন্যে থেকে কেন ওরে এতো অহমিকা
শেষ ঠিকানা সবার আঁধার মৃত্তিকা