সুখ দিয়ে দুঃখ কিনে সাজাই ভূষণ
অবশেষে দীর্ঘশ্বাসে ভাগ্যের দূষণ
নিঃশ্বাসে নিঃশ্বাসে কষ্ট, ভাষা মুলতবী
ব্যর্থতার দাবানলে মুখ ঢাকে কবি।
নিঃসঙ্গতার প্রনয়ে যে মধুচন্দিমা
সেখানে অভিনয়ের নাই পরিসীমা।
হাসির আড়ালে যত কান্নার আশ্রয়
কষ্ট ও আমিতে তত গুপ্ত পরিণয় !