রসিক মাঝি মাঝ দরিয়ায় উজান বৈঠা বায়
কাহার পানে এদিক সেদিক উদাস চোখে চায়
মাঝি উজান বৈঠা বায়!
নদীর ঘাটে এক রূপসী রাঙ্গা শাড়ী পরে
আলতা পায়ে নূপুর পরে উদম নৃত্য করে
নাচের তালে ডাকে বুঝি তারে ইশারায়
মাঝি উজান বৈঠা বায়
ছোট নৌকা হেলে চলে ঢেউয়ের তালে তালে
সেই রূপসীর প্রতিচ্ছায়া লাগল এসে পালে !
দখিন হাওয়া দিচ্ছে দোলা ভাটিয়ালী সুরে
হায় রসিক মাঝি বৈঠা বায় দৃষ্টি বহু দূরে
শেষ বিকেলের সূর্যটাও লাজুক চোখে চায়
মাঝি উজান বৈঠা বায়!!