অদ্ভুত ভূতুড়ে ঘর নিকষ আঁধারে
আপন অস্তিত্ব খুঁজি নিভৃতে নিশীথে
অহর্নিশ প্রেমালয়ে অভিষব পৃথে
নির্দ্বিধায় নির্গলিত আবেগে পাথারে।
নিরাকারেও আকার তবু উদ্বেজন
অসম্ভব কর্মযজ্ঞে সূক্ষ্ম কারুকাজ
বিলাসী খেয়ালে মেতে রত স্বপ্নবাজ
অবিনাশী চেতনায় প্রীতি প্রাণপণ ।
ক্ষণিকের মোহঘোরে শুধু ছলাকলা
উলঙ্গ নর্তন দেখে বেহুদা মুলতবী
উদ্ভ্রান্তের স্তুতি রচে পুলকিত কবি
অসার কাব্যে অগম অতি কথা বলা।
এতো প্রেম মোহ কাম মায়ার বাঁধন
সবি হায় অগ্নি পুষ্পে ছলন কানন !!!