আচমকা কড়া নেড়ে ঘুম ভেঙ্গে দিয়ে
খিলখিল করে হাসে আড়ালে লুকিয়ে
মনে হয় খুব কাছে আসলে সে দূরে
কি যেন কি বলে হায় প্রাণ কাড়া সুরে
আধো আলো ছায়াতে যে আবছায়া ছবি
কে তুমি ধরা দাও ও হে ছায়া মানবী।

যুগ যুগ ধরে আমি যে ছবি এঁকেছি
যতনে গোপনে বুকে লুকিয়ে রেখেছি
আজ তার উষ্ণতার ছোঁয়া পেতে মন
আনচান করে শুধু যখন তখন
অফুরান প্রেম নিয়ে প্রতীক্ষায় কবি
কাছে এসো ধরা দাও হে ছায়া মানবী।  

সুপ্ত অগ্নি দগ্ধ এই অবাধ্য যৌবন
ক্ষিপ্র কামনার ঝরে উগ্র অনুক্ষণ
রাতের আঁধারে তার প্রবল হুঙ্কার
সুকঠিন ধীরতায় রুখি ধ্বংস তার
আত্ম প্রহরায় রত তোমার বিপ্লবী
একবার কাছে আসো হে ছায়া মানবী