ভাবিস মোরে পর
ঘৃনা করিশ কর
তবুও তোকে প্রেম দেব সারা জীবন ভর ।
দুঃখ দিবি দে
সুখ নিবি নে
মুক্ত মনে তোকে আমি মন বিলাব রে ।
দিয়ে বিষের বান
কেড়ে নিবি প্রাণ
তবু তুই মনে রাখিস তুই-ই আমার জান ।
যতই করিস ছল
মিছে বলিস বল
ভালবেসে তোর চোখে আনবো আমি জল!
আমার খেলা ঘরে
খেলার সাথী করে
অহর্নিশ ভালোবাসায় রাখবো তোকে ধরে।