Show mercy oh Allah, Oh Rahman
Look at all the millions of anxious tears
flowing tonight
The child's eyes keep staring at the sky
Give back his beloved father
Perform a miracle and give
the gift of life to him
Because only you can put life in death
Turning something impossible to possible
is the simple act of yours
Oh lord, only you have the strength
of all the secrets
Do something, wake everyone up
and make all the worries go away.
Please make us free at once !
দেখাও করুনা তোমার হে রহিম, হে রাহমান
দেখো শত কোটি উদ্বিগ্ন নয়নে অশ্রু বহমান ।
যে শিশুটি নিস্পলক চোখে চেয়ে আকাশের পানে
ফিরিয়ে দাও ওর প্রিয়তম বাবা তোমার অসীম দানে
তুমিই করো নিথর দেহে প্রানের সঞ্চালন
তুমিই পার মৃত্যুর বুকে জীবন করতে দান।।
অসম্ভবকে সম্ভব করা তোমার সহজ কাজ
গোপন শক্তির তুমিই মালিক হে রাজাধিরাজ
তোমার একটু ইশারায় জাগাও সকল প্রাণ
এই রুদ্ধশ্বাস এই প্রতিক্ষার ঘটাও অবসান!!
(নিখোঁজ মালায়শিয়া এয়ারলাইন্সের সকল যাত্রীদের জন্য এই প্রার্থনা)