লিনা, তুমি এখন এ বৃত্তের বাইরে
চলে গেছ বহুদূর সীমানা পেড়িয়ে
রেখে গেছো এক মুঠো কষ্টের প্রহর
তাই নিয়ে আছি বেশ, তবু কেন তুমি
বারবার ফিরে এসে কড়া নেড়ে যাও?
কিছু কথা বলে যাও বাতাসের কাছে
শব্দের তরঙ্গে ভর করে সে প্রতিধ্বনি
আঘাত করে কর্ণের গভীরে আমার।
আচমকা ঘুম ভাঙ্গে গভীর নিশীথে
তোমার চুলের ঘ্রাণ পাই শ্বাসতন্ত্রে
তোমার হাসির রেশ হৃদি ছুঁয়ে যায়
খিলখিল রব ওঠে পুরো ঘর জুড়ে
শুষ্ক অধর আমার কেন লালে লাল
সুপ্ত যৌবন গোপন স্বপনে মাতাল
মরুর আকাশ জুড়ে মেঘ খেলা করে
ফুলে ফুলে হেসে ওঠে কঠিন পাহাড়
সুবোধ বালক ডোবে গলিত লাভায়
ঢেউ ওঠে মরা নদে তীর ভাসে জলে
ঘুমন্ত লোমকূপও বিন্দু বিন্দু ঘামে
ষদুষ্ণ পরশে দোলে শিহরিত প্রাণ !!
লিনা, কেন এখনও ঘিরে থাকো মোরে
নিশীথের রাণী হয়ে কেন তুমি আসো
জাগরনে কবিতায় ছন্দ হয়ে হাসো
শিশিরে ভিজিয়ে রাখো চোখের পল্লব
কপোল গড়িয়ে হয় মালয় সাগর
বোবা বুকে কেঁপে কেঁপে কথা হয়ে ফোটো !
জানো লিনা, তুমি তার কতটা আপন?
এতো দূর থেকে যারে কর নিয়ন্ত্রণ !