ফাঁসি কি হবে ও ভাই? ইশ! আবার জিগায়  
রাজাকারটা ফাইসা গ্যাছে মাইঙ্কার চিপায়
রক্ত খেকো হায়ানা
কেন করিস বাহানা
মোনাফেকের শেষ ঠিকানা নরকের চিতায়!  

                  (লিমেরিক)