আমার বুকে বেড়ে ওঠে সেই বুকেই বিষ ঢালিস
ক্ষমতার মোহে করিস বিদেশীদের তেল মালিশ
পঞ্চবার্ষিক ভোটের বেলায়
ভাসি রক্তের হোলি খেলায়
রাজাকার আর স্বৈরাচারই এখন তোদের কোলবালিশ!


                 (লিমেরিক)