চাচার মাথা আউলা ঝাউলা গহীন অন্ধকারে
কেশ বাহারি ভাবী আবার গোপন কড়া নাড়ে  
ভীমরতি তাই বাড়ে আবার
সুযোগ পায়না কাছে যাবার
বুবু শোনায় সংবিধান চাচী দাঁড়ায় দ্বারে!!  

(লিমেরিক)