ধীরে ধীরে রাত যত গভীর হয়
তোমার অপেক্ষায় বসে থাকি প্রিয়
নীরবে ভোরে এসে সূর্য উঁকি দেয়
বৃথা এই রাত জাগা নিঠুর নিঃসঙ্গতায় !!
বনের পাখিরাও রয়েছে ঘুমায়ে
আসতে যদি প্রিয়, নিঝুম নিরালে
কতকথা জমে আছে বক্ষ গহিনে
অভিমানী কথা সব বুকেই মরে যায় !!
অগণিত শতদল ফুটে আছে বাগানে
কার অপেক্ষায় ঝরে যায় গোপনে
স্বপ্নে ছোঁয়া দাও জেগে দেখি নাই
কাঙ্গাল হৃদয় কাঁদে নিদারুণ বেদনায় !!