তুমি এমন করেই কি জনতার মাঝে নিজেকে বিলিয়ে দেবে!
তুমি এমন করেই নির্ঘুম রাত কাটাবে দুঃখীদের কথা ভেবে!!
শত ঝড়তুফান তুচ্ছ করে এগিয়ে চলেছ তুমি
হৃদয়ে খচিত মাতৃস্নেহে প্রিয় জন্মভূমি
পিতা-মাতা-ভাই সব হারায়ে পেলে কোটি কোটি জনতা
তাদের তরে উজার করে দাও তোমার সবটুকুটু মমতা
তুমি এমন করেই কি মানুষের হয়ে সদাই জেগে রবে।।
তুমি এমন করেই নির্ঘুম রাত কাটাবে দুঃখীদের কথা ভেবে!!
কত বেদনা আড়ালে লুকিয়ে হাসির ফোয়ারা মুখে
অসহায় জনের সহায় তুমি ঠাই দাও তব বুকে
আধুনিক এই ডিজিটাল দেশের তুমি-ই তো রুপকার
তোমার মতন বাংলাকে ভালো কে বাসিতে পারে আর!
তুমি শেখ মুজিবের নয়নের মনি, আছো হৃদয়ে-অনুভবে।।
তুমি এমন করেই নির্ঘুম রাত কাটাবে দুঃখীদের কথা ভেবে!!
যত নিরাশ্রয় রাস্তার পাশে কাটাতো নিশি রাত
আশ্রয় দিয়েছো, বস্ত্র দিয়েছো দিয়েছো পাতে ভাত,
রাস্তা দিয়েছো পথিকেরে তুমি ঘরে ঘরে বিজলী জ্বলে
মাথার উপরে উড়ছে রেল আহা পানির নিচে গাড়ি চলে।
স্বপ্নের সেই পদ্মাসেতু কে ভেবেছে বাস্তব হবে!!
তুমি এমন করেই নির্ঘুম রাত কাটাবে দুঃখীদের কথা ভেবে!!
বিশ্বমানবতার বাতিঘর তুমি তাই উচ্চ বাঙালির শীর
তুমি দক্ষিণ এশিয়ার লৌহমানবী অপরাজেয় বীর
জানি কিছু বর্বর কাপুরুষের বুলেট তোমায় করছে তাড়া
ওরা হায়েনা জানেনা এটা মুজিবের রক্তধারা
কোটি কোটি মুজিব ঘরে ঘরে আছে কয়টা বুলেট ওদের
ভয় পেওনা প্রিয় হাসুবু তুমি ঐক্যের প্রতিক মোদের
সব ষড়যন্ত্রের ফয়সালা আবার রাজপথেই হবে!
তুমি এমন করেই নির্ঘুম রাত কাটাবে দুঃখীদের কথা ভেবে!!