রাত দিন সকাল বিকেল
সন্ধ্যা কিংবা ভোর
দৃষ্টি সীমায় যারেই দেখি
সবই দেখি চোর!
অর্থকড়ি বাড়ি-গাড়ি আর
করছে চুরি ধন
কেউ বা আবার সুযোগ পেলে
পালায় নিয়া মন।
মানি লোকের মান চুরি হয়
পন্ডিতের যায় জ্ঞান
শিক্ষাগুরুর দীক্ষাও উধাও
রাজ্য চুরির ধ্যান।
নীতি চুরি নিত্য দিনের
চুরি বিবেক বোধ
এখন অবশিষ্ট আছে শুধুই
হিংসা বিদ্বেষ ক্রোধ!