অনেকদিন পর আসরে এলাম একটা ফোন পেয়ে। ছোট ভাই তরিকুল ইসলাম রিয়াজ যে এই আসরে আমার হাত ধরে এসেছে। প্রায় তিন বছর আগে তাকে আমি আইডি তৈরী করে দেই আর লিখতে বলি। সে তখন এখানে লেখা শুরু করে। কিন্তু আমি নিয়মিত না থাকায় সেও আগ্রহ হারায়। অনেক দিন আসরে আসে না। তার আইডি
http://www.bangla-kobita.com/reaz/ । কিন্তু আজ সে আমাকে একটা ফোন দিয়ে বলে তার নামে তার ছবি ব্যবহার করে কে বা কারা যেন আরেকটা আইডি তৈরী করে অন্যের লেখা নিয়মিত পোস্ট করে আসছে। যে আইডি চোরা লেখা নিয়মিত পোস্ট করা হচ্ছে এই সেই আইডি -
http://www.bangla-kobita.com/tariqulislamreaz/। জনাব তরিকুল ইসলামের এই আসরে আগমন আমার হাত ধরে তাই সে বিষয়টি নিস্পত্তির জন্য আমাকেই দায়িত্ব অর্পণ করেছে। তাই আমিই আসরের সম্মানিত কবিগণের সামনে বিষয়টি আপনাদের দৃষ্টিতে আনলাম। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে উক্ত বিতর্কিত আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সবিনয় অনুরোধ করছি,
আলোচনাটি ৮৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৯/০৫/২০১৮, ১৪:১৬ মি: