একখণ্ড উর্বর বক্ষ ভেবে একটা নর্দমায় বুনেছিলাম বিশ্বাসের বীজ।
আই বিশ্বাস করে ঠকে যাওয়ার প্রায়শ্চিত্ত করি আমি।
ভালোবেসে হেরে যাওয়ার প্রায়শ্চিত্ত করি।
হয়তো আমি রাষ্ট্রের কাছে আশ্রয় চেয়ে উপেক্ষিত হয়েছি,
শোকের মাসে বিশ্ব ব্যাপি কঠিন মহামারীর প্রাক কালে একটা মানবিক আবেদন করে
কিছু কোট-টাই পরা প্রশাসনের কর্তাবাবুদের দ্বারা তামাসার পাত্র হয়েছি,
আই বলে যারা পরম আস্থাশীল হয়ে আমার মঙ্গলের জন্য
উজার করেছে তাদের সব, তাদের বিশ্বাসের সাথে প্রতারণা করার নাই অধিকার।
তাই প্রায়শ্চিত্ত করি আজ।
আমাকে আরো প্রায়শ্চিত্ত করতে হবে
জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত।
হেরে যেতে যেতে সব হারানো কাপুরুষ এক,
প্রায়শ্চিত্ত করতেই হবে।
একজন হাসান ঝন্টুর অক্লান্ত প্রচেষ্টার মূল্য দিতে এখনো লড়াই করি ঘুরে দাঁড়াবার।
হয়তো ফিরে পাবো না কিছুই আর
তবু সময় নেই আর পিছনে তাকাবার।