আমি একান্তই আমি
অমুক বিশ্বপতি বা তমুক অধিপতি কারো মতই আমি নই,
না মহামানব, না মহাজন।
আমি একান্তই আমার মত।
অসাধারন আর অতি সাধারনের ঠিক মাঝামাঝি।
এ বুকের অভ্যন্তরে এক সুপ্ত আগ্নেয়গিরি আছে
যাকে ঘিরে আছে এক শান্ত শীতল মন।
অহম চলে গেছে, হিংসে বিদ্বেষ মৃত্যুপ্রায়
যাকে ঘিরে অভ্যন্তরীণ চেতনাগুলো এখনও বহমান
তা হল-
আমার আজন্মকাল থেকে লালিত একরাশ ব্যথার গৌরব!
আমাকে কেউ মাথায় তুলে রাখলে সবিনয়ে নেমে আসি
যদি অবহেলায় পদদলিত হই সেখানে অতি অস্বাভাবিক আচরণ আমার!
পাশাপাশি ঠাঁই পেলে আমিও চলি সমান্তরাল!
আনন্দ বেদনার সম অংশীদারিত্বে।
জানি, আমার ভেতরে প্রচন্ড ছেলে মানুষী আছে
অন্যের দুঃখে এ বুকে বেদনা জন্মে।
কারো কাছে হয়তো সব কিছুই গুরুত্বহীন অথবা বিরক্তিকর
কেউ ভাবতে পারে এ সব চালাকি না হয় শঠতা!
কিন্তু আমি জানি -
এ আমার দুঃখ বোধের সরলতা! ! !