তুমি যদি আবার ফিরে আসতে
আমাকে তুমি ঠিক আগের মতই দেখতে ।
এই ধরো আমি আবার তোমার পিছে ঘুরবো,
তোমাকে দেখানোর জন্য নতুন নতুন গেঞ্জি পরব;
শরীরে বডি স্প্রে তো থাকবে'ই ।
তুমি আসলে একটা জিনিস'ই লক্ষ্য করবে ,
মানুষ বদলে গেলেও আমি বদলে যায় নাই ।
তুমি একটা জিনিস দেখবে আমি শুকিয়ে গেছি ,
কিন্তু আমার সমস্ত প্রেম শরীর থেকে যায়নি ।
তুমি আরো অনেক কিছুই দেখবে,
এই ধরো আমার ভাঙ্গা ঘরে কিচ্ছু নেই ।
বৃষ্টি হলে পানি পড়ে ,
কিন্তু আমি আগের মতই রয়ে গেছি ,
বাড়ি ছেড়ে কোথাও যায়নি ।
তুমি যদি আবার ফিরে আসতে
আমার শূন্য জীবনে ;
তোমাকে ছাড়া আমি কিছুই চাইতাম না ।