আমায় যদি কখনো ভুলে যাও!
তবে, কি নামে চিনবে আমায় ?
হঠাৎ যদি আমাদের দেখা হয়ে যায়?
কি নামে ডাকবে?
নামহীন ছেলেটাকে না দেখেই চলে যাবে?
আচ্ছা ধরো,
তুমি খুব দূরে চলে গেলে
আমার শহর থেকে একদম নিখোঁজ!
আমি যদি তোমায় খুঁজে নাই পাই,
তবে সেটাই মনে করব’
চলে যাওয়ার বায়না বুঝি
ভুলে যাওয়া'ই ছিলো।