এই যে হারিয়ে গেলেন খুব দূরে,
না বলেই চলে গেলেন !
মনে রাখলেন আর কোথায়?
ভুল করেও তো আর মনে করলেন না !
এতটাই দূরে গেলেন ,
আপনাকে মনে রাখতে গিয়ে
আমার এক জীবনের স্বপ্ন ভেসে গেল ।
এই যে হারিয়ে গেলেন খুব দূরে,
অথচ দেখুন,
আমার যে আপনাকে ছাড়া
আজও ভালো লাগেনা ।
তাই আপনাকে ভেবেই আমার
ভালো লাগা ভালো মন্দ ।
আপনি একবার মনে করে দেখুন,
আপনার হারিয়ে যাওয়ার শহরে
আজও সেই ছেলেটি বন্দি আছে কিনা !
ভেবে দেখুন আজও মনে পড়ে কিনা ।
আপনি এতটাই ক্ষমতাহীন আপনাকে ছাড়া
এই জীবনে কিছুই ভাবতে পারিনা ।
মনে করে দেখুন
আপনার আজও মনে পরে কিনা ।
এই যে হারিয়ে গেলেন,
না বলেই চলে গেলেন!
মাঝে মাঝে মনে হয়
দূরত্বের বাঁধ ভেঙে চলে আসি।
আমি আপনাকে খুব নীরবেও ভাবি
ভুল করেও মনে করি,
শুধু আপনি'ই অকারণে হারিয়ে গেলেন,
মাঝখানে করে দিলেন ভুলে যাওয়ার দেয়াল।