এই যে, চলে যাচ্ছেন?
বলতে তো পারতেন চলে যাচ্ছি।

কোথায় যাবেন?
শহর থেকে বহুদূর ?
যেখানে কখনো গেলে মনের সাথে
মনের যোগাযোগ নেই ,
সেখানেই যাবেন?
আচ্ছা, একদম দূরে চলে যান ।

জানেন কি?
মনে করতে গিয়ে কতবার হোঁচট খেয়েছি ,
ভেঙে পড়েছি অবলীলায়,
নির্দ্বিধায় শূন্যতায় সময় পার করেছি ।

আপনি তো চলে যাবেন!
ভেবেছেন সময় অসময়ে আমি ভেঙে যাবো,
আসলে আমি এভাবেই থেকে অভ্যস্ত ।

কেউ চলে গেলে,
কেউ বায়না দিলে ,
এগুলো শুনতে আমার কাছে আর
অন্যরকম মনে হয় না ,
শুধু মনে করি থেকে যাওয়া'ই ভালোবাসা ।

আপনি তো চলেই যাবেন!
হাহাকার এই অতীত শুধুই বেমানান
শুধু চাই বহুদুর যান ।

আজ অথবা কাল এগুলো  মুছে যাবে
যোগাযোগ ছাড়া অন্ধকারে জ্বলে থাকবে
ল্যাম্পপোস্টের এই নিয়ন আলো ।

যেখানে চলে যাচ্ছেন
সে পথ হয়ে যাক ফুল

মনে করে যাব শুধু
জীবন অসময়ের কিছু ধাপ,‌ থেকে যায় ভুল ।